Daily

আকাশে বিষ, বাতাসে বিষ এমনকি মাটিতেও বিষ। মাটির এই বিষের নাম আর্সেনিক। সেই আর্সেনিকমুক্ত পরিবেশ গড়ে তোলার দিশা দেখালো রাজ্যের দুই শিক্ষাস্তম্ভ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানকার গবেষকরা উপায় বাতলে দিলেন কিভাবে আর্সেনিকমুক্ত চাষ আবাদ করা যায়।
জমিতে ফসল থেকে আর্সেনিক কমাতে সোডিয়াম সালফেট ব্যবহার করার কথাই বললেন তারা। তাদের এই আধুনিক গবেষণা এখন ফসলে আর্সেনিক নিয়ন্ত্রণে নতুন রাস্তা দেখাচ্ছে বলে শিক্ষা শিবিরের একাংশের দাবি। আর্সেনিক প্রবন এলাকায় মাটির নিচে থাকা ভূগর্ভস্থ জল পান করে অসুস্থ হচ্ছেন এলাকার মানুষজন। আবার সেই জলই যখন চাষ আবাদের জন্য ব্যবহৃত হচ্ছে তখন আর্সেনিক গিয়ে ঢুকছে ফসলে। আর যার ফলে বিপদ শুধু আর্সেনিকপ্রবণ এলাকায় আটকে থাকছে না। শস্য ও ফসলের মাধ্যমে তা রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে।
তাদের গবেষণাপত্রে দেখা গিয়েছে, ধান চাষের ক্ষেত্রে সোডিয়াম সালফেট ব্যবহার করলে ভূগর্ভস্থ জলে আর্সেনিক থাকলেও ধান গাছে আর্সেনিক প্রবেশ করতে পারছে না। দেখা গিয়েছে, চাষে সোডিয়াম সালফেট ব্যবহার করলে আর্সেনিকের মতো মারাত্মক বিষকে নিজের মধ্যে আবদ্ধ করে রাখে ওই রাসায়নিক সারটি। ফলে ফসলে তা আর ঢোকার সুযোগ পাচ্ছে না।
ব্যুরো রিপোর্ট