Daily

বাজারে ছাওয়া রটনাকে নিমেষে নস্যাৎ করে দিলো সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন। ২০২৩- এর আগে এন্ড টু এন্ড এনক্রিপশন আনছে না ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সহ মেটা গোষ্ঠীর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি।
গত বছরেই ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারকে সমন্বিত করে মেটা গোষ্ঠী একটি স্বতন্ত্র ও একক ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম তৈরীর পথে এগোয়। জানানো হয়, হোয়াটস অ্যাপকেও তার আওতাভুক্ত করা হবে। আর এই এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার আসলে আখেরে ভবিষ্যতের ভীত অনেকটাই মজবুত হতো কোম্পানির। কিন্তু এখনও সেই সুরক্ষাবলয় আসতে অনেক দেরি আছে বলেই জানিয়েছে তারা।
অন্যদিকে ব্রিটেনে আবার ২০২৩ সাল নাগাদ অনলাইন সেফটি বিল কার্যকর হতে চলেছে। আর এই বিল অনুযায়ী সংস্থার কাছে হয়তো এনক্রিপ্টেড ডেটার অ্যাকসেস চাওয়া হতে পারে। শুধু ব্রিটেনেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা সহ একাধিক রাষ্ট্রে এই বিল পাশ হতে পারে। আর তেমনটা বাস্তবায়িত হলে, ফেসবুকের ভবিষ্যৎ পরিকল্পনা আরও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ব্যুরো রিপোর্ট