Daily
রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারতীয় কূটনীতিকের হাতে নাস্তানাবুদ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানকে কার্যত আন্তর্জাতিক মঞ্চে ধুইয়ে ছেড়ে দিলেন তরুণ ভারতীয় কূটনীতিক স্নেহা দুবে।
আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বক্তৃতায় বেশ কিছু অংশ জুড়ে পাকিস্তানের সদর্থক ভূমিকার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী ইমরান খান। বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়ে ছিল ভারতের নিন্দা।
জবাবী ভাষণে বলতে শুরু করে ভারতের প্রথম সেক্রেটারি তীক্ষ্ণতার সঙ্গে আন্তর্জাতিক সভামঞ্চে তথ্যভিত্তিক বক্তৃতায় বেনাকাব করে দেন পাকিস্তানের দ্বৈত চরিত্রকে।
কাশ্মীর থেকে আফগানিস্তান। আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদীদের সাহায্যে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ। একের পর এক ঘটনা তুলে ধরে রীতিমত পাকিস্তানকে অস্বস্তিতে ফেলে দেন ভারতীয় কূটনীতিক। সাড়া পড়ে যায় আন্তর্জাতিক মহলে।
ছোটবেলা থেকেই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে রীতিমত আগ্রহ ছিল এই তরুণ ভারতীয় কূটনীতিকের। এরপর দিল্লির জেএনইউ থেকে আন্তর্জাতিক সম্পর্কে এমফিল করে একবারে পাশ করেন ইউপিএসসির কঠিন পরীক্ষা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই ভারতীয় কূটনীতিককে। যোগ দেন ভারতীয় বিদেশমন্ত্রকে।
আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের পর থেকেই ভারত অভিযোগ করে আসছিল এর পিছনে রয়েছে পাকিস্তানের প্রচ্ছন্ন মদত। সরব হন আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের মাটিকে বকলমে পাকিস্তান যাতে সন্ত্রাসবাদীদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে সেই বিষয়েই সওয়াল করেন ভারতের প্রধানমন্ত্রী।
পাকিস্তানের অতীত কার্যকলাপ ও সন্ত্রাসবাদের ইতিহাসের ঐতিহ্য ব্যাখ্যা করে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে সমস্ত দেশের সামনে ইমরান সরকারের দ্বৈত চরিত্রের কথাই তুলে ধরলেন এই তরুণ ভারতীয় কূটনীতিক। ভারত তো বটেই, আজ বিশ্বের সমাজ মাধ্যমে ভাইরাল বক্তৃতার নাম স্নেহা দুবে।
ব্যুরো রিপোর্ট