Market
মোবাইল ব্যবসা ধাক্কা খাওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে চিন। করোনার জেরে ধাক্কা খেল চিনের মোবাইল ব্যবসা। উৎপাদন নেমে এলো ১০-৩০ শতাংশে। একইসঙ্গে বড়সড় হোঁচট খেল বিভিন্ন ইলেকট্রিক পণ্যের রপ্তানি।
স্মার্টফোনের ক্ষেত্রে ভারতের বাজারকেই পাখির চোখ করে চিন। কারণ ভারতের দেশীয় বাজার থেকে শুধুমাত্র স্মার্টফোন বিক্রি করে চিনের সংস্থাগুলি মোটা টাকার অঙ্ক ঘরে তোলে। এদিকে উৎসবের মরশুমও একেবারে দোরগোড়ায়। যে সময়ে মোবাইল ফোনের ব্যবসা তুঙ্গে ওঠে ঠিক সেই সময়ে রপ্তানি বাণিজ্যে ধাক্কা খাওয়ায় অশনি সংকেত দেখেছে চিনের সংস্থাগুলি। জানা গিয়েছে, সাপ্লাই চেন ব্যহত হওয়ায় পরিবহনের খরচ বেড়ে দাঁড়িয়েছে ৪০-৫০ শতাংশ। যা গত তিন মাসের মধ্যে দ্বিগুণ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এছাড়া যে সকল ইলেক্ট্রনিক পণ্য চিনে প্রস্তুত হয় তার ৬০-৭০ শতাংশ উপাদান আসে ভারত থেকেই।
অতিমারির কারণে বিশ্ব জুড়েই ব্যবসায় নেমে এসেছে সংকোচন। এর মধ্যেও স্মার্টফোনের বাজারে চিনের রমরমা ছিল যথেষ্ট। কিন্তু অতিমারির দাপট থেকে রক্ষা পেলনা স্মার্টফোনের বাণিজ্য। যা নিঃসন্দেহে চিনের স্মার্টফোন ব্যবসাকে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল।
ব্যুরো রিপোর্ট