Daily

এবার নিউটাউনে তৈরি হচ্ছে স্মার্ট ফুটপাথ। নিউটাউন রবীন্দ্র তীর্থের সামনে এক চিলতে ফুটপাথকে বেছে নিয়েছে নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ। ফুটপাথেই তৈরি হবে সৌরবিদ্যুৎ। হেঁটে যাবে মানুষও। এমনই অভিনব প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে শীঘ্রই।
রাস্তার পাশের ফুটপাথেই বসবে সৌর প্যানেল। আর এই প্যানেলে যে সৌরবিদ্যুৎ উৎপন্ন হবে ত দিয়ে ইলেকট্রিক গাড়ি চার্জ দিতে পারবেন গ্রাহকরা। বাড়তি বিদ্যুৎ পৌঁছে যাবে গ্রীডে। পাশাপাশি নিউটাউনের দশটি সাইকেল স্ট্যান্ডের মাথায় বসানো হবে সৌর বিদ্যুত্ প্যানেল। আর এই দুটি প্রকল্পের জন্যই টেন্ডার ডেকেছে কর্তৃপক্ষ।
বিশ্বব্যাপী দূষণ ও গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের পাইলট প্রজেক্টে সামিল হয়েছে এনকেডিএ- এর কর্তৃপক্ষ। তাই এই অভিনব উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে ফুটপাথে পেভার ব্লকের মধ্যে থাকবে সোলার প্যানেল। আর এই পেভার ব্লকগুলিকে সুরক্ষিত রাখার জন্য এর উপর থাকবে টাফেনড গ্লাস প্যানেল। যেন এর উপর দিয়ে হেঁটে গেলেও এর কোনো ক্ষতি না হয়। এবার থেকে সৌরবিদ্যুত্ তৈরি হবে ফুটপাথে।
ব্যুরো রিপোর্ট