Market

নোট বাতিলের কারণে ধাক্কা খেয়েছে ছোট এবং মাঝারি শিল্প। যা স্বীকারও করে নিয়েছে কেন্দ্র। তাও আবার সংসদে।
কেরলের কংগ্রেস সাংসদ টি এন প্রতাপন জানতে চান, নোটবন্দির কারণে যে বহু ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প ভেঙে পড়েছে, সেই বিষয়ে সরকার কি আদৌ সচেতন? উত্তরে সরকারের পক্ষ থেকে শিল্পমন্ত্রী নারায়ণ রাণে স্বীকার করে নেন সেই কথা।
উল্লেখ্য, নোটবন্দির কারণে কত ছোট-মাঝারি-ক্ষুদ্র শিল্প ধাক্কা খেয়েছে সেই পরিসংখ্যান জানায়নি কেন্দ্র। তবে ২০১৮ সালে যে শিল্প হোঁচট খেয়েছিল, তা ২০১৮ সালের রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট থেকেই জানা যায়। কারণ নোট বাতিলের জন্য বন্ধ হয়ে যায় লেনদেন। ফলে, ছোট-মাঝারি বহু সংস্থা ঝাঁপ ফেলে দিতে বাধ্য হয়।
ব্যুরো রিপোর্ট