Daily
করোনাকালে দেশের ছোট, মাঝারি শিল্পোদ্যোগকে বাঁচাতে মোদি সরকার ঘোষণা করেছিল সরকারি গ্যারান্টিযুক্ত ঋণের প্রকল্প। তাও আবার ২০ লক্ষ কোটি টাকার মত বিশেষ আর্থিক প্যাকেজ। চলতি বাজেট অধিবেশনে সেই সরকারি গ্যারান্টিযুক্ত ঋণের বেহাল দশা বেরিয়ে পড়ল সংসদীয় কমিটির রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয়েছে, বেশিরভাগ ছোট, মাঝারি শিল্পোদ্যোগ এখনও পায়নি এই ঋণের সুযোগ। তাই এমএসএমই ক্ষেত্র এখনও রয়েছে ঘোর অন্ধকারে। আর এই রিপোর্ট ঘিরেই এখন উত্তাল সংসদের বাদল অধিবেশন।
বিরোধীরা অবশ্য প্রথম থেকেই নির্মলা সীতারামনের মুখ দিয়ে কেন্দ্রীয় সরকারের এই আর্থিক প্যাকেজকে বাস্তবোচিত ও যথেষ্ট নয় বলে সমালোচনা করে আসছিল। বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল সংসদের শিল্পবিষয়ক সংসদীয় কমিটির রিপোর্ট।
সংসদীয় কমিটির রিপোর্টে বলা হয়েছে, ১৭ মাস আগে অর্থমন্ত্রী ছোট, মাঝারি শিল্পোদ্যোগগুলিকে বাঁচাতে যে এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম নিয়েছিল সেই প্রকল্পে মোট ২.৭৬ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছিল এই ক্ষেত্রে। কিন্তু বাস্তবে দেখা গেল মধ্য জুলাই পর্যন্ত এই খাতে সরকার দিতে পেরেছে মাত্র ২.১৪ লক্ষ কোটি টাকা।
বিভিন্ন রাস্তার ধারে ফুটপাতে দোকান সাজিয়ে যারা ব্যবসা করেন সেই সমস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর প্রকল্প থেকে বরাদ্দ করা হয় ১০ হাজার টাকা। এখনো পর্যন্ত সেই খাতে গোটা দেশের মধ্যে মাত্র ২৫ লক্ষ ভেন্ডার এই সুবিধা পেয়েছেন।
সংসদের বাদল অধিবেশন শিল্প বিষয়ক সংসদীয় কমিটির এই রিপোর্ট আগাগোড়াই গলার কাঁটার মত আটকে রয়েছে কেন্দ্রীয় সরকারের গলায়। এমনটাই অভিযোগ করছেন অর্থনীতিবিদদের একাংশ। অর্থনীতিবিদদের একাংশ যখন ক্রমাগত বিভিন্ন আর্থিক ইস্যুতে মোদি সরকারের রীতিমত সমালোচনা করছেন ঠিক তখনই সংসদের লোকসভা ও রাজ্যসভায় বিজেপি বিরোধী দলগুলি ফ্লোর কোঅর্ডিনেশন করে একযোগে আক্রমণ করছেন মোদি সরকারকে।
তবে ২০১৪ সালের আগে ভারতে করোনা পরিস্থিতি ছিল না। কিছুটা আর্থিক মন্দা থাকলেও মনমোহন সিংহ সরকার যে আর্থিক স্থিতিতে কেন্দ্রীয় সরকার পরিচালনা করেছিল তাতে কিছুটা হলেও স্বস্তি মিলছিল গরিব মানুষগুলোর জীবনে। কিন্তু কেন্দ্রে মোদি সরকার ক্ষমতা দখলের পর থেকেই প্রথম ইনিংস শেষ করে বিশেষত দ্বিতীয় ইনিংসে প্রথম থেকেই গরিব বিরোধি তকমা লেগে যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। একের পর এক আর্থিক ইস্যুতে যখন বেহাল কেন্দ্রীয় সরকার তখন বাদল অধিবেশনে এই রিপোর্ট মোদি সরকারের কাছে গলার কাঁটা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ