Daily

চলে গেলেন শীর্ষ বন্দ্যোপাধ্যায়। সংবাদ জগতের পাশাপাশি সাহিত্য জগতেও ছিল তাঁর অবাধ বিচরণ। সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
পেশায় সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিলেন একাধিক প্রথম সারির দৈনিক সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলে। তাঁর লেখা উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ সাহিত্যমহলে সমাদৃত হয়েছে। তাঁর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ‘শার্দুল সুন্দরী’। সোমবার রাতে বাথরুমে সংজ্ঞা হারিয়ে পড়েছিলেন তিনি। তাঁর মেয়ে সকালবেলা তাঁকে দেখতে পায়। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে শীর্ষ বন্দ্যোপাধ্যায়কে মৃত ঘোষণা করেন তিনি। তাঁর অকাল প্রয়াণে সাহিত্য এবং সংবাদজগতে নেমেছে শোকের ছায়া মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন তিনি।
ব্যুরো রিপোর্ট