Daily

সুখবর! আগামী মাসেই আসতে চলেছে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল শট ভ্যাক্সিন। ভ্যাক্সিন ভারতে আসার প্রস্তাব গৃহীত হয়েছিল আগেই। এবার সেই সিঙ্গেল শট ভ্যাক্সিনের ডোজ ছাড়পত্র আসতে চলেছে ভারতের বাজারে।
স্পুটনিক ভি-এর পর জনসন অ্যান্ড জনসনের টীকা সর্বতভাবে ট্রায়ালের পরই আসতে চলেছে ভাব্রতে। তৃতীয় ঢেউ আসার আগে বাজারে এই সিঙ্গেল শট ভ্যাক্সিনের ডোজ এসে গেলে স্বস্তি মিলবে আমজনতার। ইতিমধ্যেই আমেরিকায় এই টীকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। খুব কম সময়ে মানুষকে ভ্যাক্সিন দেওয়ার লক্ষ্যেই এই টীকা তৈরি করা হয়েছে, বলে জানিয়েছে টীকা উৎপাদক সংস্থার কর্মকর্তারা।
ভারতের নিজস্ব দুটি টীকা অর্থাৎ কোভ্যাক্সিন আর কোভিশিল্ড-এর টীকাকরণ চলছে। তৃতীয় অস্ত্র হিসেবে হাতে রয়েছে রাশিয়ার স্পুটনিক। এখন ভারতে জনসন অ্যান্ড জনসনের টীকা চলে আসলে কম সময়ে বেশি সংখ্যক মানুষকে টীকা দেওয়া যাবে। ফলে সংক্রমণের ভয়াবহতা কিছুটা হলেও আটকানো যাবে বলে মনে করছে, কেন্দ্রিয় স্বাস্থ্যমন্ত্রক।
ব্যুরো রিপোর্ট