Market

শুরু হয়েছে বিয়ের মরশুম। আর এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে হলুদ ধাতুর। যার দাম কিছুটা বেড়ে থাকায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। অবশেষে খুশির খবর মধ্যবিত্তের জন্য।
গত সোমবারেও সোনার দাম রইল নিম্নমুখী। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোমবার ১০ গ্রাম সোনার দাম রইল ৪৬ হাজার ৯৭৬ টাকা। আন্তর্জাতিক বাজারেও এক আউন্স সোনার দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭৭৩.০৩ ডলারে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় ভারতের বাজারেও সোনার দাম কমে যায়।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ভর করে ডলারের ওপর। কলকাতার বাজারে ১০ গ্রাম পাকা সোনার দাম- ৪৭,৯০০ টাকা। ১০ গ্রাম গয়নার সোনার (২২ ক্যারেট) দাম- ৪৫,৪৫০ টাকা। ১০ গ্রাম হলমার্ক সোনার দাম- ৪৬,১৫০ টাকা।
উল্লেখ্য, সোনার দাম মধ্যবিত্তকে স্বস্তি দিলেও বেড়েছে রুপোর দাম। ০.৩০ শতাংশ দাম বেড়ে ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৮ হাজার ৭৯ টাকা। প্রতি কেজি রুপোর বাটের দাম ৬৯ হাজার টাকা। প্রতি কেজি খুচরো রুপোর দাম ৬৯,১০০ টাকা।
ব্যুরো রিপোর্ট