Daily
শিলিগুড়ি থেকে নেপাল। হোক দুই দেশ। তবু সড়কপথে দূরত্ব তেমন বেশি নয়। আর যে কারণে, শিলিগুড়ি থেকে নেপাল পর্যন্ত বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বিশেষত ব্যবসায়িক ক্ষেত্রে। কিন্তু এতদিন পর্যন্ত শিলিগুড়ি থেকে নেপাল যাত্রার জন্য মাঝে কতবার যাত্রীদের ওঠানামা করতে হত, তার কোন ইয়ত্তা নেই। অবশেষে সেই দুর্ভোগের হাত থেকে রেহাই পাচ্ছেন দুই দেশের মানুষই। কারণ শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে নেপাল পর্যন্ত পাওয়া যাবে এই ভারতীয় সরকারি বাস পরিষেবা। আজ বাস টার্মিনাসে আনুষ্ঠানিকভাবে এই বাসের সূচনা করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
বর্তমানে বাসটি রয়েছে এনবিএসটিসির আন্ডারে। যদিও এই বাসটির দায়িত্ব এখন বর্তানো হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। বর্তমানে টিকিটের দাম রাখা হয়েছে ১,৫০০ টাকা পর্যন্ত। সপ্তাহে সোম, বুধ এবং শুক্র সপ্তাহে এই তিনদিন শিলিগুড়ি থেকে পাওয়া যাবে বাস পরিষেবা।
শিলিগুড়ি নেপাল বাস সার্ভিস চালু হওয়ার কারণে এখন দুই দেশের সম্পর্ক যেমন আরও মজবুত হল, তেমনই দুই দেশের অর্থনীতি অনেকটা মজবুত হবে। স্বাভাবিকভাবেই দুই দেশের যাত্রীদের আসা যাওয়া অনেকটাই বাড়বে।
দুপুর একটায় এই বাস পরিষেবা চালু হয় শিলিগুড়ি থেকে। মন্ত্রী জানিয়েছেন, এই বাস পরিষেবা শুরু হওয়ার কারণে ব্যবসা সহ পর্যটন শিল্পে অনেকটা মজবুত হবে দুই দেশের প্ল্যাটফর্ম। আর যদি সব ঠিকঠাক থাকে, তাহলে ভবিষ্যতে ভারত-বাংলাদেশ বাস পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।