Daily
দীর্ঘ দেড় বছর পর আবারো চালু হল শিলিগুড়ি কাঠমান্ডু আন্তর্জাতিক বাস পরিষেবা। আপাতত শিলিগুড়ি থেকে তিনদিন বাস কাঠমান্ডু যাতায়াত করবে। প্রতি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবারে পাওয়া যাবে এই বাস পরিষেবা। এই বিষয়ে শিলিগুড়ি বাস ওনার্স বুকিং এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে,
ভারত-নেপাল বাস পরিষেবায় সুরক্ষাবিধি মানার ব্যাপারে জোর দেওয়া হবে। সফরকালে প্রত্যেক যাত্রীকে মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে। যাত্রীদের ভ্যাক্সিনের দুটি ডোজ নিতে হবে। অথবা রাখতে হবে করোনার রিপোর্ট। যা ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড, আধার কার্ড। যাত্রীভাড়া মাথাপিছু রাখা হয়েছে ১৫০০ টাকা।
অরূপ পোদ্দার
শিলিগুড়ি