Daily

শিলিগুড়িতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তদের সংখ্যা। গতকাল স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী শিলিগুড়ি পুর এলাকায় আক্রান্তের সংখ্যা ১৩৮জন। তাই সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেল প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যাবসায়ী সমিতিকে।
শিলিগুড়ির বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন গুলি মাস্ক পরে যারা বের হননি তাদের হাতে মাস্ক যেমন তুলে দিচ্ছেন, তেমনি মানুষ যাতে মাস্ক পরে বাড়ি থেকে বার হন সেই বার্তাও দিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাইকে প্রচার করা হচ্ছে কোনো ক্রেতা মাস্ক পরে না আসলে বিক্রেতা যেন জিনিষ বিক্রয় না করেন । তেমনি কোনো বিক্রেতা মাস্ক না পরলে ক্রেতা যেন সেই দোকান থেকে দ্রব্য ক্রয় না করেন । শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে ফের খোলা হচ্ছে সেফ হোম কোয়ারেন্টাইন সেন্টার।গত বছর করোনা আবহে করা হয়েছিল হোম কোয়ারেন্টিন সেন্টার। করোনা বিদায় নিলে বন্ধ করে দেয়া হয় হোম কোয়ারেন্টিন সেন্টার গুলো।ফের করোনার দ্বিতীয় ঢেউয়ে দিনপ্রতিদিন সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। তাই প্রশাসনের পক্ষ থেকে সেফ হোম গুলোকে ফের সক্রিয় করা হচ্ছে।
উৎপল পোদ্দার ,শিলিগুড়ি