Trending
মাত্র ৪৮ ঘণ্টা। আর এই ৪৮ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সবটা। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক, গোটা বিশ্বের স্টার্ট আপ এবং টেক ইন্ডাস্ট্রির এক এবং একমাত্র ত্রাতা। আর সেই ত্রাতাই এমনভাবে মুখ থুবড়ে পড়ল যে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তার। গত বৃহস্পতিবার শেয়ার বাজার যখন রক্তাক্ত হচ্ছে, ঠিক তখনই ব্যাঙ্ক থেকে ৪২০০ কোটি ডলার তুলে নেন বিনিয়োগকারীরা- ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩ লক্ষ ৪৪ হাজার ২৫৫ কোটি টাকা। গত ১০ মার্চ ২১২ বিলিয়ন ডলার অ্যাসেটের এই ব্যাঙ্ককে বাজেয়াপ্ত করে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। জানানো হয়, তাদের সমস্ত সম্পত্তি নিলাম করে বিনিয়োগকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।
কিন্তু, স্টার্ট আপ? তাহলে এই বিপর্যয়ের ফলে ৩৪০ বিলিয়ন ডলারের স্টার্ট-আপ ইন্ডাস্ট্রি চিরতরে বিলীন হয়ে যাবে? গোটা বিশ্বের কথা যদি বাদই দেই, কিন্তু ভারতের স্টার্ট আপ? এই স্টার্ট আপ ঝড়কে সামাল দেবে কে? কারা বিনিয়োগ করবে এই ইন্ডিয়ান স্টার্ট আপে? ফোনপে, সুইগি, মিশো, নাইকা, ড্রিম ইলেভেন, পেটিএম, বোট, ওলা, রেজরপে-র মতো স্টার্ট আপগুলোর ভবিষ্যৎটা কী? সবচেয়ে বড় কথা হল, বিলিয়ন ডলারের এত বড় একটা ব্যাঙ্ক কীভাবে রাতারাতি বন্ধ হয়ে যেতে পারে?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ