Daily

সাদা বরফের চাদরে জড়ানো সাইবেরিয়া। সুমেরু বিন্দুতে অবস্থিত এই সাইবেরিয়াই এখন জর্জরিত পারদ চড়ায়। পৃথিবীর শীতলতম স্থান সাইবেরিয়ায় পারদ ছুঁলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যা সাইবেরিয়ার ইতিহাসে বিরলতম তো বটেই। চড়ছে পারদ, গলছে বরফ।
বিশ্ব উষ্ণায়নের দাপুটে ব্যাটিংয়ে বুলেট গতিতে পাল্টে যাচ্ছে পৃথিবীর জলবায়ু। আর এই জলবায়ু পরিবর্তনের শিকার সুমেরু প্রান্ত, সাইবেরিয়া। গত বছরের জুন নাগাদ সাইবেরিয়ার ভারখোয়ানস্ক শহরের তাপমাত্রা ছিল ১০০ ডিগ্রি ফারেনহাইট। যেটা একটা সাংঘাতিক আশ্চর্যজনক ঘটনা। সেই সময় সাংঘাতিক তাপপ্রবাহের শিকার হয়েছিল সাইবেরিয়া। সেখানে সর্বত্রই তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে উপরে।
তীব্র তাপপ্রবাহের ফলে সাইবেরিয়ার ইতিহাসে এই প্রথম একের পর এক ভয়াবহ দাবানল দেখেছিল সাইবেরিয়া, জানাচ্ছে রাশিয়ার বনমন্ত্রকের পরিসংখ্যান। তার ফলে সেখানকার সমুদ্রের বরফ খুব বেশি হারে গলতে শুরু করে। দাবানলের জেরে পুড়ে ছাই হয়েছে রাশিয়ার বনাঞ্চলের ৪ কোটি ৬০ লক্ষ একর জমি। মর্মান্তিক!
ব্যুরো রিপোর্ট