Daily

ইস্পাতের পর অ্যালুমিনিয়াম কারখানা তৈরিতে কোমর বেঁধেছে শ্যাম মেটালিক্স, লগ্নি করবে বিপুল। হাওড়ার পাকুরিয়াতে দেশের সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানা তৈরির কথা ঘোষণা করে সংস্থা। এই মর্মে তারা বরাদ্দ করেছে ৪০০ কোটি টাকা। এই কারখানার কাজ বাস্তবায়িত হলে কমবে আমদানি খরচ, দাবি সংস্থার। এছাড়াও বিপুল কর্মসংস্থানও হবে।
অ্যালুমিনিয়াম ফয়েল কারখানার পাশাপাশি, রানিগঞ্জ, জামুরিয়ার পর এবার রাজ্যে নতুন ইস্পাত কারখানা তৈরির পথেও হাঁটছে সংস্থা। আর এই আক্রনে মোট বরাদ্দ টাকার অঙ্কটা বেশ ভারি, ১২৬০ কোটি টাকা। অর্থাৎ রাজ্যে ইস্পাত, অ্যালুমিনিয়াম ফয়েল সহ কারখানা প্রস্তুত করতে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে তৈরি সংস্থা। আর এই দুই কারখানা তৈরির কাজ সম্পূর্ণ হলে কম করে ২০০০ কর্মসংস্থান হবে বলে দাবিও করেছে তারা। পাশাপাশি প্রায় ৩৯০০০ টন অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির লক্ষ্যমাত্রা রেখেছে তারা। যা কি না রাজ্যে আমদানি করা অ্যালুমিনিয়াম ফয়েলের ৫০%। ফলে আমদানি খরচ যে সত্যিই কমবে টা বলাই যায়।
এর পাশাপাশি, ওড়িশার কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়াতে ১৩০০ কোটি টাকার লগ্নির লক্ষ্য রেখেছে তারা। অন্যদিকে বিদ্যুতের চাহিদা মেটাতে নিজস্ব বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে শ্যাম মেটালিক্স। প্রসঙ্গত, সম্প্রতি শ্যাম মেটালিক্স শেয়ার ছেড়ে ৯০৯ কোটি টাকা তুলেছে। এর মধ্যে সংস্থার প্রোমোটারেরা তাঁদের যে শেয়ার বিক্রি বাবদ ২৫২ কোটি টাকা পাবেন। বাকি ৬৫৭ কোটি খরচ হবে তাদের ব্যবসা সম্প্রসারণে।
ব্যুরো রিপোর্ট