Prime
Daily
মাতৃত্বের নতুন অধ্যায়ে পা শ্রেয়া ঘোষালের
By Business Prime News | May 22, 2021
Daily
৯ মাসের অপেক্ষার অবসান হলো আজ। কোলজুড়ে এলো ফুটফুটে ছোট্ট একটা শিশু। মা হওয়ার বহুপ্রতীক্ষিত সেই মিষ্টি স্বাদ পেলেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
আজ শনিবার বিকেলে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন শ্রেয়া। ভক্তদের সঙ্গে খুশির খবর ভাগ করে নিতে সময় নেন নি বেশি। সুস্থ আছেন মা ও সন্তান দুজনেই।সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি লিখেছেন,‘আজকের সুন্দর বিকেলে সৃষ্টিকর্তা আমাদের একটি বাবু উপহার দিলেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। শিলাদিত্য (শ্রেয়া ঘোষালের জীবনসঙ্গী), আমি আর আমাদের পরিবারে খুশির বন্যা বইছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা।’
খুশির জোয়ার বয়েছে কমেন্ট বক্স জুড়ে। ভক্তমণ্ডলীর শুভ কামনায় ভরা থাক মা ও সন্তান।
ব্যুরো রিপোর্ট