Daily

বৃহস্পতিবার বাংলা নববর্ষের প্রথম দিন বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের টিকাকরণ কেন্দ্রে গিয়ে দেখা গেল দরজায় তালা ঝোলানো। গেটের বাইরে সাদা কাগজের উপর লেখা “Covid Vaccine এর Supply কম থাকার জন্য First Dose Vaccination সাময়িকভাবে বন্ধ থাকিবে, কেবলমাত্র Due 2nd Dose হইবে”। এই লেখা বিজ্ঞপ্তি দিয়ে দায় সেরেছে কর্তৃপক্ষ, অভিযোগ এলাকাবাসীর । এই অবস্থায় আগাম খবর না পেয়ে অনেকেই টীকাকরণ কেন্দ্রে এসেও ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সঠিক তথ্য জানানোর জন্য ঐ কেন্দ্রে কেউই উপস্থিত নেই বলেও তাদের অভিযোগ।
বিশেষ সূত্রে পাওয়া খবর, এখনো পর্যন্ত বাঁকুড়া জেলায় প্রায় ২ লক্ষ ও বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় প্রায় ১ লক্ষ ভ্যাকসিন এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৯ জন ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একই সঙ্গে শুধুমাত্র বাঁকুড়া জেলায় ২০০ জন হোম আইসোলেশানে আছেন বলে খবর জানা গেছে।
৭৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক দুর্গাসাধন জানান , প্রথম ডোজ নিয়েছি, দ্বিতীয় ডোজের জন্য ইতিমধ্যেই তিন দিন এসে ঘুরে গিয়েছি। কবে দ্বিতীয় ডোজ পাবেন তার কোন খবর নেই বলে তিনি জানান।
যদিও এবিষয়ে বিষ্ণুপুর জেলার স্বাস্থ্য আধিকারিকের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বিষ্ণুপুর জেলা আধিকারিককে একাধিক বার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
আব্দুল হাই, বাঁকুড়া