Daily

অ্যামাজনের সিক্রেট ওয়েবসাইট সম্বন্ধে কিছু জানেন নাকি? অর্ধেকেরও কম দামে মিলবে জিনিস। অফারের পর অফার। আর তার উপর আরও অফার। কেমন হয় আসল দামের প্রায় হাফ দামে জিনিস পেলে? আহা! চিন্তা কি? জিনিস আসলই হবে। না জানলে এখুনি জেনে নিন কিভাবে।
লোকডাউনে দোকান পাঠ বন্ধ থাকায়, প্রায় প্রত্যেকেরই অন্ধের যষ্টি হয়েছে অনলাইন। এমআরপির উপর ডিসকাউন্ট থাকায় রমরমিয়ে ব্যবসা করেছে অ্যামাজনের মতো ই-কমার্স সাইটগুলি। আসলে বাক্স খোলা হয়ে গেলে সেসব জিনিস খুবই অল্প দামে বিক্রি করে দেয় অ্যামাজন। আর সেই সমস্ত জিনিস পাওয়া যায় অ্যামাজনের এই সিক্রেট ওয়েবসাইটে।
অ্যামাজনের গ্রাহকদেরকে যা যা সুবিধে দেয়া হয় গ্রাহকদের সব সুবিধাই পাবেন এই সিক্রেট ওয়েবসাইট ইউজাররা। পাবেন অ্যামাজনের রিটার্ন পলিসির সুবিধাও। ডেলিভারির ৩০ দিনের মধ্যে রিটার্ন করতে পারেন জিনিস। ৪০ হাজারেরও বেশি আইটেম রয়েছে এই ওয়েবসাইটে। দেরি কিসের? জমিয়ে শপিং করুন অল্প দামে, অ্যামাজন ‘সিক্রেট’ ওয়েবসাইটের সাথে।
ব্যুরো রিপোর্ট