Daily

করোনা নিয়ে ক্রমশই কঠোর হচ্ছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। অাজ জেলা সদরে মাইকিং করে ব্যাবসায়ীদের সাবধান করা হয়েছে । মাস্ক বিহীন খদ্দেরকে জিনিষ বিক্রি করলে ২৪ ঘন্টার জন্য দোকান সিল করে দেওয়া হবে বলে জানানো হয়েছে ।
মাঝে কিছুদিন করোনা সংক্রমন কমথাকার পর ফের করোনা গ্রাফ উর্দ্ধগামী। গরম পড়ার সঙ্গে সঙ্গে দেশ এবং রাজ্যে দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ। সংক্রমণের এই উর্ধ্বগতী অাটকাতে জঙ্গলমহলে ব্লক স্তর থেকে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। সেই অনুযায়ী ঝাড়গ্রাম সাঁকরাইল সহ বিভিন্ন ব্লকের থানার পক্ষ থেকে এলাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্মীরা। কুলটিকরী এলাকার পথ চলতি মানুষকে মাস্ক বিতরণের পাশাপাশি করোনা স্বাস্থ্য বিধি অনুযায়ী সামাজিক দুরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশ্ববর্তী এলাকা থেকে অাসা গাড়িতে চলছে চেকিং।
ঝাড়গ্রামে নাগরিক কমিটির উদ্যোগেও মানুষকে সচেতন করা হচ্ছে। যারা মাক্স পড়ছেন না তাদেরকে মাক্স দেওয়া হচ্ছে। আগামী দিন যাতে ভুল না করেন সে বিষয়েও সাবধান করা হচ্ছে তাদের।
তবে এত কিছুর পর ও অবহেলার চিত্রটাও দেখা যাচ্ছে বহু জায়গায়।
প্রশাসনের সচেতনতা মূলক প্রচার সত্ত্বেও বেলপাহাড়ি সহ গ্রামীন বাজার এলাকার বেশির ভাগ মানুষের এখনও হুঁশ ফেরেনি। বিনা মাস্কেই ঘুরে বেড়াচ্ছেন অনেকে, অথচ প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম