Daily

পৃথিবীর বুঝি শিয়রে সংকট! গবেষকদের রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, সাম্প্রতিক বিপর্যয়ের জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। যা পৃথিবীর জন্য অশনি সংকট তো বটেই। বর্তমানে পৃথিবীর মধ্যে দিয়ে বয়ে গেছে একাধিক ঘূর্ণিঝড়, বেড়েছে বৃষ্টিপাতের পরিমান, হয়েছে প্রাণহানি। আর যার কারণে হিসেবে গবেষকরা সরাসরি দায়ী করছেন জলবায়ুর আকস্মিক পরিবর্তনকে।
গবেষকদের তরফ থেকে জারি করা হয়েছে কড়া সতর্কতা। কারণ এই ধরণের বিপর্যয় দিনকেদিন বাড়বে বলেই জানিয়েছেন তারা। গত জুলাইতে পশ্চিম ইউরোপের বুকে ঘটে যাওয়া চরম প্রাকৃতিক বিপর্যয় তার ছোট একটা উদাহরণ। গত মাসে জাপানের পশ্চিমাঞ্চল, নেদারল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের একাধিক দেশে অস্বাভাবিক মাত্রায় ঘটে যাওয়া বৃষ্টিপাত আর বন্যার কারণে প্রাণহানি হয়েছে প্রায় ২২০ জনের। সাথে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা আর নাই বা বললাম! বিপর্যয়ের সাথে যুঝে উঠে এখনো স্বাভাবিক স্রোতে ফিরতে পারেনি অনেক অঞ্চল। চলছে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কর্মসূচি।
‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন ইনিশিয়েটিভ’ নামের উদ্যোগের আওতায় যে গবেষণা চলছিল, তার রিপোর্ট বলছে, গড় তাপমাত্রা মাত্র ০.৮% বৃদ্ধি পেলেই সেই সময়সীমা ৩০০ বছর পর পর বড় আকারের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। আর সেই সঙ্গে বেড়ে চলেছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনাও। অতীতে ৪০০ বছরে অন্তরও এমন বিপর্যয়ের সম্মুখীন থাকে নি বিশ্ব, যার সাক্ষী থাকতে চলেছে আগামী দিনগুলি।
ব্যুরো রিপোর্ট