Daily

সাহিত্য সাধনায় জুড়লো নয়া পালক। সাহিত্য অ্যাকাডেমির সর্বোচ্চ সম্মান পেলেন কালজয়ী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ সম্মানে ভূষিত হলেন এই প্রখ্যাত সাহিত্যিক। শীর্ষেন্দুর পাশাপাশি আরও সাতজন ভারতীয় সাহিত্যিক রয়েছেন এই তালিকায়।
যাদের সৃষ্ট সাহিত্য অমর , তাদেরই এই পুরস্কার দিয়ে থাকে অ্যাকাডেমি। এর এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়ে সাহিত্যের জগতে তাঁরা তুললেন খুশির আলোড়ন। শুধু শীর্ষেন্দুই নন, তালিকায় রয়েছে সাহিত্যের আরও অনেক রাজপুত্র। ‘ফেলো’ সম্মান পেয়েছেন ইংরেজি সাহিত্যিক রাসকিন বন্ড, মারাঠী প্রাবন্ধিক বালচন্দ্র নেমাডেও।
আসলে, সাহিত্য জগতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা ‘অধ্যায়’। বাংলা সাহিত্যের জগতে অভিযান চালিয়ে এক একটা রত্ন ভান্ডার তৈরি করেছেন শীর্ষেন্দু। ‘কাগজের বউ’, ‘দূরবীন’,’মানবজমিন’ আরও কত কত রত্ন যে সে ভাণ্ডারে রয়েছে তার ইয়ত্তা নেই! আর সাহিত্যের মহারথীর ভাণ্ডারে পুরস্কারের সংখ্যা যে অসীম, তা বলার অপেক্ষা রাখে না।
শীঘ্রই অ্যাকাডেমির তরফ থেকে একটি অনুষ্ঠান করে পুরস্কার তুলে দেওয়া হবে এই কালজয়ী সাহিত্য সাধক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে।
ব্যুরো রিপোর্ট