Daily
শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ আততায়ীর গুলিতে নিহত হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শিনজো পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা রাখছিলেন। এই সময়ই এক সাংবাদিক বন্দুকের গুলির শব্দ শোনেন। রক্তাক্ত অবস্থায় শিনজোকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করা হয়। ইতিমধ্যে আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘ দিনের। তবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক এতটাই দৃঢ় হয়েছিল যে ভারত ও জাপানের আর্থিক সম্পর্কেও প্রভাবিত করেছে। ভারত ও জাপানের একাধিক আর্থিক ও সামরিক বিষয়ের সিদ্ধান্ত যা দুই দেশের সম্পর্কে আরও মজবুত করেছে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদী।