Daily

সূচকের পতনে খুললো নতুন লগ্নির দিশা, খুশি বিশেষজ্ঞরা। বিরামহীন সূচকের বৃদ্ধি রীতিমত উদ্বেগে ফেলেছিল বিশেষজ্ঞদের। মাত্রাছাড়া মূল্যবৃদ্ধি তখনই সম্ভব যদি শেয়ারবাজার দরপতন দেখে। তাই দরপতনের অপেক্ষায় ছিলেন তারা। সূচকের গত এক সপ্তাহের পারফরম্যান্সে আদপেই স্বস্তিতে বিশেষজ্ঞমহল।
গত একসপ্তাহ দালাল স্ট্রিটের মূল দুটি স্তম্ভের মধ্যে সেনসেক্সের পতন হয়েছে ২০৪৪ পয়েন্ট। গত ১৯ অক্টোবর ৬২ হাজার ছোঁয়া সূচক গত শুক্রবার থেমেছে ৫৯,৩০৭ অঙ্কে। আর অন্যদিকে আরেক স্তম্ভ নিফটির অবস্থাও এক। গত সপ্তাহের শেষ তিনদিনেই ৫৯৭ নেমে নিফটি হয়েছে ১৭,৬৭২ অঙ্ক। দাম কমেছে ছোট ও মাঝারি সংস্থার শেয়ারগুলিরও। সব মিলিয়ে বেশ কিছু শেয়ারের দাম আকর্ষণীয় জায়গায় পৌঁছেছে। ফলে নতুন লগ্নিকারীদের জন্য এই পতন একটা গোল্ডেন সুযোগ যে নিয়ে এসেছে, তা বলাই যায়।
তবে বাড়তে থাকা সূচকের হঠাৎ পতনের ঠিক কি কারণ? মনে করা হচ্ছে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দেওয়ায় নগদের যোগান নিয়ে রীতিমত আশঙ্কিত লগ্নিকারীরা। অতিমারী পরিস্থিতিতে বিভিন্ন খাতে ত্রাণ বন্ধের কথা ভাবছে শীর্ষ ব্যাংক। ফলে বাজারে নগদের যোগান কমবে। ডিসেম্বরের মধ্যে ৬ লক্ষ কোটি নগদের বাড়তি জোগানকে স্বাভাবিক করার লক্ষ্যে আগামী ২রা নভেম্বর নিলামের মাধ্যমে বাজার থেকে ৫০ হাজার কোটি টাকা তুলতে পারে শীর্ষ ব্যাংক। আর এই কারণেই বাজার পতন দেখলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্টnew investment directions