Market

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে ফেসবুক। তবে, এমনটা এতদিন ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই কথা, আসলে কথার কথা। দীর্ঘ ১৭ বছর পর নিজেদের জনপ্রিয়তা হারাতে শুরু করেছে ফেসবুক। সংস্থা হারিয়েছে কমপক্ষে ১০ লক্ষ ব্যবহারকারীকে।
শেয়ার বাজারে প্রায় ২২ শতাংশ শেয়ার হারিয়েছে মেটা অধীনস্থ তথাকথিত জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। আর এই বিপুল ব্যবসায়িক ক্ষতির আঁচ এসে পড়েছে, মেটা-র উপরেও। ক্ষতির গ্রাসে সংস্থার বিজ্ঞাপন ব্যবসাও। গত ত্রৈমাসিকে সংস্থার মুনাফার অঙ্ক আগের চেয়ে ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি টাকায়।
ফেসবুক ব্যবহারের প্রতি মানুষের এই অনীহা তৈরি হওয়ার জন্য, মোবাইলের ডেটা প্যাক বৃদ্ধির করণকেই পরোক্ষভাবে দায়ী করেছেন অনেকে। কিন্তু মেটার দাবি, গ্রাহক ও বিজ্ঞাপন দাতাদের রেষারেষির কারণে, আজ এই হতাশাজনক অবস্থার শিকার তারা।
যদিও, ফেসবুকের সুর অন্যরকম। তারা জানিয়েছে, প্রতিদিন বিশ্বব্যাপী যতজন গ্রাহক ফেসবুক ব্যবহার করেন সেই হিসেব করলে ১০ লক্ষ গ্রাহক হারানো আসলেই নগণ্য। আর সেই ক্ষতি ইতিমধ্যে পূরণ করেছে বলেও জানিয়েছে সংস্থা।
ব্যুরো রিপোর্ট