Market

একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে অপরিশোধিত তেলের ব্যারেল ব্যারেল মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে টালমাটাল বিশ্ব বাজার। কিন্তু এর মধ্যেও শেয়ার বাজারে উত্থান ধরে রাখতে পারল ভারত। আজ সকালে বিএসই সেনসেক্সের সূচক ১১০২.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়াল ৬০,৩৭৯.১১ পয়েন্টে। অন্যদিকে নিফটির সূচকও আজ ৩৩৫.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,০০৬.৪০ পয়েন্টে। কিন্তু একদিকে যখন বিশ্ব বাজারে এই টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। তখন ভারতে শেয়ার বাজারের এই উত্থান ধরে রাখার আসল কারণটা কি?
অর্থনীতিবিদরা মনে করছেন, শেয়ার বাজার চাঙ্গা রাখার অন্যতম একটি কারণ হচ্ছে রাশিয়ার পাশে দাঁড়ানো। হ্যাঁ, ঠিকই শুনছেন। একদিকে যখন রাশিয়া বিশ্ব বাজারে একঘরে হয়ে যাচ্ছে, ঠিক তখন রাশিয়া পাশে পেয়েছে ভারতকে। আর তাতেই ভারতের শেয়ার বাজারে ফিরেছে অর্থনৈতিক স্থিরতা। একইসঙ্গে রয়েছে, কেন্দ্রের রেকর্ড পরিমাণ জিএসটি আদায়। যা পৌঁছে গিয়েছে ১.৪২ লক্ষ কোটি টাকায়। এছাড়াও শিল্পের চাকা জোর গতিতে ঘুরতে শুরু করার কারণে, রেলের পণ্য পরিবহন বেড়েছে উল্লেখযোগ্য হারে। একইসঙ্গে বেড়েছে আবাসন বিক্রি। গতি পেয়েছে গাড়ি শিল্পের চাকা। আর এই সব কিছুরই প্রভাব সরাসরি পড়েছে শেয়ার বাজারে।
মনে করা হচ্ছে, ভারতের বাজারে আর্থিক স্থিরতা ফিরে আসার লক্ষণগুলো স্পষ্ট হওয়ার পরেই ফের লগ্নিকারীদের মনে তৈরি হয়েছে ব্যপক আস্থা। তাঁরা আবারও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। আর যে কারণে একদিকে যখন মূল্যবৃদ্ধির চাপে কার্যত হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ, তখনও ভালো রকম উত্থান দেখল শেয়ার বাজার। চাঙ্গা রইল দালাল স্ট্রিট।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ