Market

মাসের শুরু থেকেই শেয়ার বাজারে লক্ষী লাভ হয়েই চলেছে। মাসের শুরুতে শেয়ার বাজার সেনসেক্স ছিল ৫২,৫৮৭-র কাছে। এরপর মাত্র ১৭ দিনের মধ্যে নজিরবিহীন ভাবে ৫৬ হাজারের ঘরে ঢুকে পড়ছে সেনসেক্স। মঙ্গলবার সূচকটি প্রথম বার ছুঁয়ে ফেলেছে ৫৫,৮৫৪.৮৮ অঙ্কের শিখর। তবে সেখানে স্থির হতে পারেনি। দিনের শেষে কিছুটা নেমে এসে থেমেছে ৫৫,৭৯২.২৭-এ। এটাও অবশ্য নতুন রেকর্ড। উত্থানের পরিমাণ আগের দিনের থেকে ২০৯.৬৯ পয়েন্ট বেশি।
নিফটি-ও এবার ১৭ হাজারের দিকেই এগোচ্ছে । ৫১.৫৫ পয়েন্ট এগিয়ে এ দিন নতুন নজির গড়েছে ১৬,৬১৪.৬০ অঙ্কে।
অতিমারির সময় দেশে যে চরম অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছিল তারপরও সূচক একের পর এক মাইলফলক পেরিয়ে যাওয়া বার বার চমকে দিয়েছে লগ্নিকারীদের। এই দ্রুত উত্থানে শেয়ার সম্পদ বিপুল বৃদ্ধি পাওয়ায় অবশ্য খুশিই লগ্নিকারিরা । তবে দ্রুত উঠতে থাকা বাজারে সাবধানে আর ভেবেচিন্তে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। বিশেষ করে এ দিন শেয়ারের অস্থির ওঠানামা দেখার পরে।
ব্যুরো রিপোর্ট