Trending

এবার থেকে ছবি শেয়ার করতে পারবেন কোয়ালিটি সিলেক্ট করে। এমনই নতুন ফিচার নিয়ে হাজির হতে চলেছে ফেসবুক মালিকানাধীন সংস্থা হোয়াটস অ্যাপ। অর্থাৎ, ছবি পাঠানোর জন্য গুগল ড্রাইভ বা উই ট্রান্সফারের প্রয়োজন পড়বে না।
সূত্রের খবর, এতদিন পর্যন্ত হোয়াটস অ্যাপে ছবি শেয়ার করতে গেলে কমপ্রেস করার প্রয়োজন পড়ত। যে কারণে ছবির কোয়ালিটি খারাপ হয়ে যেত। আর এই সমস্যার মুখোমুখি হতে হত বিশ্বব্যাপী প্রায় ২৫০ কোটি ব্যবহারকারীকে। কিন্তু বর্তমানে হোয়াটস অ্যাপে আইওএসের বিটা ভার্সনে হাই কোয়ালিটি ছবি পাঠানোর অপশন সংস্থার তরফ থেকে দেখা গিয়েছে। তবে ছবি পাঠানোর জন্য যদি বেস্ট কোয়ালিটি সিলেক্ট করতেও হয় তাহলেও ছবির জন্য ১০০% রেজোলিউশন পাওয়া যাবে না। বরং বেস্ট কোয়ালিটি সিলেক্ট করলে ৮০% বজায় থাকবে ছবির কোয়ালিটি।
জানা গিয়েছে, আপাতত বিটা ভার্সনে হোয়াটস অ্যাপ এই ফিচার নিয়ে এলেও খুব তাড়াতাড়ি সব ফোনেই পাওয়া যাবে এই নয়া ফিচারটি। যার ফলে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের ছবি শেয়ার করতে গিয়ে যে সমস্যার মধ্যে পড়তে হত, এখন থেকে আর সেই সমস্যার মুখোমুখি হতে হবেনা।
ব্যুরো রিপোর্ট