Daily
প্রয়াত শাপুরজি পালনজি গোষ্ঠীর চেয়ারম্যান পালনজি মিস্ত্রি। মুম্বইয়ে নিজের বাড়িতে সোমবার গভীর রাতে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। শাপুরজি গ্রুপের ব্যবসায়িক প্রসার ঘটাতে পালনজি মিস্ত্রির ভূমিকা অনস্বীকার্য। শিল্পক্ষেত্রে অবদানের জন্য ২০১৬ সালে তাঁকে দেওয়া হয় দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্ম ভূষণ।
১৮৬৫ সালে প্রথম শাপুরজি পালনজি গোষ্ঠী নিজেদের ব্যবসার গোরাপত্তন করে। এরপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে নিজেদের ব্যবসাকে ছড়িয়ে দেয় শাপুরজি গ্রুপ। রিয়েল এস্টেট থেকে ইঞ্জিয়ারিং কনস্ট্রাকাশন থেকে ফিনান্সের মতন ছটি জায়গায় নিজেদের শাখা-প্রশাখা বিস্তার করেছে শাপুরজি পালনজি গোষ্ঠী। এই গোষ্ঠীর হাতেই তৈরি হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেল স্টিল প্ল্যান্ট, দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামের মতন একাধিক বিল্ডিং। বিশ্বের ৫০ টি দেশে নিজেদের শাখা প্রশাখা ছড়িয়ে দিয়েছে শাপুরজি পালনজি গোষ্ঠী। পালনজি মিস্ত্রির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ব্যবসায়ী মহলে