Daily

থেমে গেল কলম। থেমে গেল ভাষার উৎকর্ষতা। জীবনানন্দের পরবর্তী সময়ের যে “কবি” ঝড়ে বাংলার সাহিত্য সমাজ আধুনিকতার মোড়কে বারবার উচ্চারিত হয়েছিল, তাঁদের মধ্যে কাব্যজগতের অপরাজেয় সৈনিক শঙ্খ ঘোষ জীবন যুদ্ধে পরাজিত। তাঁকে কেড়ে নিল করোনা ভাইরাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
উপসর্গ দেখার পর, গত সপ্তাহেই করোনা পরীক্ষা করিয়েছিলেন শঙ্খ বাবু। তারপর ১৪ এপ্রিল রিপোর্টে জানা যায়, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। বার্ধক্যজনিত সমস্যা তাঁর ছিলই। শারীরিকভাবে দুর্বলও হয়ে পড়েছিলেন। হাসপাতালে ভর্তিতে অনীহা থাকায় বাড়ির মধ্যেই নিজেকে আটকে রেখেছিলেন। কিন্তু আটকে থাকলেন না আর। এক নীরব মুক্তিকে গ্রহণ করে কবি চলে গেলেন বেলা সাড়ে ১১টা নাগাদ। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হল।
কবি মৃত্যুতে স্তব্ধতা নামল বাংলার সাহিত্য জগতে। কবির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধুনিক বাংলা কবিতার রূপকার হিসেবে শক্তি-সুনীল-শঙ্খের নাম উঠে আসে এক পংক্তিতে। তাঁর প্রয়াণে সমাপ্তি ঘটল একটি যুগের।
ব্যুরো রিপোর্ট