Daily
বয়স হয়েছিল মাত্র ৫২। জীবনের ইনিংসকে এখানেই থামিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা চরিত্র শেন ওয়ার্ন। থাইল্যান্ডের তাঁর নিজের ভিলাতেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায় অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারকে। মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
১৯৯২ সালে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক। প্রতিপক্ষ ছিল ভারত। ১৯৯৩-তে একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর অবশ্য তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। উইকেট নেওয়ার দিক থেকে তিনি বর্তমানে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। মুথাইয়া মুরলিধরনের পরেই। ১৪৫টি টেস্টে ৭০৮টি উইকেট নিয়ে শেন ওয়ার্ন নিজেকে বিশ্ব ক্রিকেট মঞ্চে তাঁর দাপট কতটা প্রমাণ করে দিয়েছেন। ২০০০ সালে শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে ছিলেন শেন ওয়ার্ন। তাঁর ক্যারিশ্মাই তাঁকে পৌঁছে দিয়েছিল এক অন্য উচ্চতায়। এমনিতে ব্যাঙ্কক পুলিশ ওয়ার্নের মৃত্যু ঘিরে কোনরকম রহস্যের আঁচ না পেলেও প্রথামত ময়না তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব ক্রিকেট।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ