Trending
শেখ শাহজাহানকে সন্দেশখালির বাঘ বানিয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর হাত ধরেই নাকি একের পর এক জমি দখল করেছেন শেখ শাহজাহান। এমনই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর এখানেই উঠে আসছে শাহজাহানের সম্পত্তির পরিমাণ। যা দেখলে কার্যত চোখ উঠবে কপালে। ইডি চার্জশিট জমা দিয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর সেখানেই জানা যাচ্ছে যে, শুধু মাত্র জমি দখল করে নিজের সম্পত্তি কোটি কোটি টাকায় বাড়িয়েছেন তিনি। জমি দখল করে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ২৬১ কোটি টাকা! আর এই পুরো টাকাই শেখ শাহজাহান করেছেন শুধুমাত্র দুর্নীতিকে হাতিয়ার করে।
জানা গিয়েছে যে, শেখ শাহজাহান আনুমানিক ১৮০ বিঘা জমি জবরদখল করে নিয়েছেন। তবে এই সম্পত্তির পরিমাণ যে আরও বাড়তে পারে সে কথাও অগ্রাহ্য করে নি ইডি। ১১৩ পাতার চার্জশিট, আর পুরোটাই শাহজাহানের দুর্নীতি। সেখানে নাম রয়েছে শাহজাহানের ভাই আলমগিরের। এছাড়া শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লার নাম রয়েছে চার্জশিটে। এখানেই বলি, মার্চ মাসের শুরুর দিকে শাহজাহানের ১২ কোটি টাকার বেশি সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করে। তারপর মে মাসে আটক করা হয় শাহজাহানের ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ কোটি টাকার বেশি। এছাড়া আটক করা হয় ৫৫টি স্থাবর সম্পত্তি যার বাজারমূল্য প্রায় ১০ কোটির বেশি। এছাড়া শিবপ্রসাদ হাজরা, শেখ আলমগিরের মত বেশ কয়েকজনের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আর এভাবেই দু দফায় ইডির হাতে বাজেয়াপ্ত সম্পত্তির অঙ্কটা দাঁড়িয়ে গিয়েছে ২৬১ কোটি টাকায়। তবে শেখ শাহজাহানের সম্পত্তির হিসেব এখানেই শেষ কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না।
এদিকে রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠেছিল। সেই সময় শাহজাহানের সঙ্গে বালুর সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানা যায়। এবার জমি দখল মামলায় শাহজাহানের সঙ্গে নাম জড়িয়ে গেল বালুর। ইডির চার্জশিট অনুযায়ী শাহজাহানের প্রভাব বাম আমলে বাড়তে শুরু করলেও জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ তৈরি হবার পর নাকি সন্দেশখালির বাঘ শেখ শাহজাহানের দৌরাত্ম্য, প্রভাব সবই বাড়তে শুরু করে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ