Trending

এমনিতেই মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক মন্দার মোকাবিলা করছিলো পাকিস্তান। তার ওপর আবার এই ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্থানের কাছে মরার ওপর খাঁড়ার ঘায়ের সমান। গত তিন দশকের মধ্যে সবথেকে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন তারা। প্রায় এক হাজার ছাপিয়ে গেছে মৃতের সংখ্যা। মৃত্যু হয়েছে বহু গবাদি পশুর। বিঘের পর বিঘে জমি জলের তলায়। আর তার সাথে আগুনে ঘি ছেটানোর মতো পরিস্থিতি তৈরি করেছে তীব্র খাদ্য সঙ্কট। এই সব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত সোমবার অর্থাৎ ২৯ আগস্ট, একটি টুইটে পাকিস্তানে বন্যার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞে দুঃখ প্রকাশ করেন মোদী। ক্ষতিগ্রস্তদের পরিবার, আহতদের এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। এই বিষয়ে বুধবার অর্থাৎ ৩১ আগস্ট, পাক প্রধানমন্ত্রি এক টুইটের মাধ্যমে বন্যার কারণে সৃষ্ট মানবসম্পদের ও বস্তুগত ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে শোক প্রকাশ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।
এখনও পর্যন্ত পাকিস্তানি সরকারের হিসেব মতো প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাপিয়ে গিয়েছে ক্ষতির পরিমান। পাকিস্তানের পক্ষ থেকে সরকারিভাবে ভারতের সহায়তা না চাওয়া হলেও, একাধিক পাক মন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন , ভারতের থেকে খাদ্যপণ্য আমদানি করার কথা ভাবছেন তাঁরা।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হক অর্থবহ