Trending
একদিকে পরিচালকের চেয়ারে বসে রয়েছেন রাজকুমার হিরানি। আর মুখ্য অভিনেতা হিসেবে রয়েছেন শাহরুখ খান। স্বাভাবিকভাবেই রাজু-শাহরুখের কেমিস্ট্রি যে বক্স অফিস কাঁপাবে সে নিয়ে কোন কথাই নেই। আর হলও সেটাই। নতুন সিনেমা ডানকি রিলিজের আগেই নাকি ১০০ কোটি আয় করে নিয়েছে। তারপর উঠেছে প্রশ্নঃ তাহলে কি নতুন করে ডানকি বক্স অফিস কাঁপাতে চলেছে? শাহরুখ নিজেও কি সেই বিষয়ে আশাবাদী? চলুন জেনে নেওয়া যাক।
২০২৩ শাহরুখ খানের। পাঠান, তারপর জওয়ান তারপর ডানকি। এই বছরে শাহরুখের খরা কেটেছে। বিগত কয়েকটি বছরে যে কটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি, মোটের ওপর প্রত্যেকটাই ফ্লপের তালিকায় চলে যায়। কিন্তু এই বছরে শাহরুখের দুটো সিনেমাই হাজারের গণ্ডি পেরিয়েছে। হাতে রয়েছে ডানকি। ডানকির পরিচালক রাজকুমার হিরানি। সুতরাং বুঝতে অসুবিধা হচ্ছে না যে, এই সিনেমা স্বাভাবিকভাবেই অন্যরকম কিছু দিতে চলেছে দর্শকদের। যেখানে লারজার দ্যান লাইফের থেকেও অনেক বেশি এগিয়ে থাকে সিনেমার বাস্তবতা। ডানকি একটি কমেডি ড্রামা। তার মধ্যেও রয়েছে, পরতে পরতে বাস্তবতার বিভিন্ন লেয়ার। পাঠান বা জওয়ানের থেকে ডানকি যে একেবারে আলাদা হতে চলেছে, সে কথা আর নতুন করে না বলাই ভালো। তবে ডানকির একটা তথ্য পিঙ্কভিলা থেকে জানা গেল। বলছে, শাহরুখ খানের ডানকির বাজেট শাহরুখের অন্য সিনেমার থেকে অনেকটাই কম। স্পেশ্যালি পাঠান বা জওয়ানের থেকে। ডানকির বাজেট মাত্র ৮৫ কোটি টাকা। শুট হয়েছে ৭৫ দিন ধরে। তার মধ্যে ৬০ দিন শুটিং ছিল একা শাহরুখের। এই সিনেমায় অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানির মত প্রথম সারির অভিনেতারা।
বর্তমান সময়ে দাঁড়িয়ে শাহরুখ খান যে ধরণের সিনেমা করেন, তার থেকে অনেকটাই আলাদা হতে চলেছে ডানকি। তার কারণ সিনেমার গল্প, চিত্রনাট্য, এবং পরিচালনা আর অবশ্যই এডিটিং। এই সবকটা দায়িত্ব সামলাবেন খোদ রাজু হিরানি নিজে। আর রাজু হিরানি যেভাবে কমেডির মাধ্যমে ক্যারেক্টার বিল্ড করে, সেটা একেবারেই তার নিজস্ব ঘরানা। আর সেদিক থেকে এই ইকুয়েশনে রাজু হিরানি সফল। সেটা মুন্নাভাই সিরিজ হতে পারে, সেটা থ্রি ইডিয়টস হতে পারে, পিকে হতে পারে। প্রত্যেকটি সিনেমায় পরিচালক দেখিয়েছেন কিভাবে একটি সিনেমা বাস্তবধর্মী লেয়ার রেখেই নতুন করে হাসির মোড়কে সিনেমা নির্মাণ করতে পারেন। যা দশে বসে একসঙ্গে দেখার মত। ভাবার মত আবার উপভোগ করার মত। সেদিক থেকে দেখতে গেলে, রাজু হিরানির জুতোয় পা গলিয়ে ফেলেছেন সঞ্জয় দত্ত বা আমির খান। এবার শিকে ছিঁড়ল শাহরুখ খানের। আর মনে করা হচ্ছে, শাহরুখের ২০২৩ এর এই তিন নম্বর সিনেমা মানে ডানকি বক্স অফিস কাঁপাবেই। কারণঃ রাজু-শাহরুখ কেমিস্ট্রি। কিন্তু সিনেমা যে এখনো রিলিজ করেনি, শুরু হয় নি অ্যাডভান্স বুকিং। তারপরেও কিভাবে এতো টাকা আয় করে ফেলল ডানকি?
প্রথমেই বলি, ডানকির বাজেট ৮৫ কোটি হলেও সেখানে পরিচালক বা শাহরুখের কোন পারিশ্রমিক ধরা হয়নি। কারণ তাঁরা লভ্যাংশ নেবেন বলে ঠিক করেছেন। আর সিনেমার প্রিন্ট এবং পাবলিসিটি মিলিয়ে এই সিনেমার বাজেট পৌঁছে গিয়েছে ১২০ কোটি টাকায়। সেদিক থেকে দেখলেও কিন্তু শাহরুখের অন্য সিনেমার থেকে এর বাজেট বেশ কম। মনে করা হচ্ছে, রাজু হিরানি আর শাহরুখের এই কেমিস্ট্রির ব্যপারটা ক্লিক করবে বলে এখনই আশা করা যাচ্ছে। আর যে কারণে ডানকির রাইটস বিক্রি হয়ে গিয়েছে ১০০ কোটি টাকায়। ডানকির নন থিয়েট্রিকাল রাইটস এটি। মানে ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে ডানকির নন থিয়েট্রিকাল রাইটস। অর্থাৎ সিনেমা হলে আসার আগেই প্রায় বাজেটের সমান টাকা তুলে নিয়েছে। মনে করা হচ্ছে, বক্স অফিসে এই বছরে শাহরুখ যেমন সুনামি তুলেছে তারপর ডানকি রিলিজের পরে যে আবার মোটা আয় হতে চলেছে, সেখানে আর দ্বিধা থাকার কথা নয়। এখনই সর্বত্র যা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, তারপর বলতেই হবে যে ডানকি আসছে কিন্তু বক্স অফিস কাঁপাতে। আপনারা ডানকি দেখতে যাবেন তো? জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ