Daily

আগামী ১লা জুলাই থেকে সরকারি এবং বেসরকারি বাঙ্ক গুলিতে বেশ কিছু নিয়ম বদল হতে চলেছে। মাসের শুরুতেই যেন এই কারনে দুর্ভোগে পড়তে না হয়, তার জন্য বদলগুলি জেনে রাখা প্রয়োজন।
আসুন জেনে নেওয়া যাক ব্যাঙ্কের কোন কোন নিয়মের ক্ষেত্রে বদল আসতে চলেছে :
• আগামী ১লা জুলাই থেকে গ্রাহক পিএফ এডভান্স ক্লেইম করতে পারবেন না। কেন্দ্রের তরফে জানান হয়েছে, ইপিএফও অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা তোলার ক্ষেত্রে যে নির্ধারিত ছাড় দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হচ্ছে আগামি ৩০শে জুন।
• বাড়ছে এটিএম কার্ডের চার্জ। সঞ্চয়ী আমানতের গ্রাহকদের জন্যই এই নিয়ম তৈরি করা হয়েছে। এটিএম থেকে সর্বাধিক চারবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন গ্রাহক। তার বেশিবার টাকা তুল্লে ১৫ টাকা করে চার্জ কাটা হবে। এই নিয়ম শুরু হবে আগামি ১লা জুলাই থেকেই।
• আগামী ১লা জুলাই থেকে গ্রাহক অ্যাকাউন্ট-এ ন্যুনতম ব্যালান্স না রাখলে, গুণতে হবে জরিমানার টাকা।
ব্যুরো রিপোর্ট