Daily

আগের বছর লকডাউন থেকেই অনিয়মিত ট্রেন পরিষেবা। মাঝে বেশ কিছুদিন ট্রেন পরিষেবা নরমাল হলেও আবার করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে বন্ধ করতে হয় রেল পরিষেবা। এবার আসতে আসতে অফিস খুললেও লোকাল ট্রেন চালু না হওয়ায় অসুবিধার মুখে পড়ছেন সাধারণ মানুষ। তাই লোকাল ট্রেন না চালানো হলেও স্পেশাল ট্রেনে চড়ার ক্ষেত্রে বেশ কিছু ছাড় ঘোষণা করল পূর্ব রেল। এবার থেকে পরিচয় পত্র না দেখালেও ছাড় মিলবে স্পেশাল ট্রেনে চড়ার। রোজ টিকিট কেটেই ট্রেনে উঠতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। শিয়ালদহ শাখাতে প্রাথমিক ভাবে এই নিয়মে রাশ আলগা করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে তারপর অন্যান্য শাখাতেও নিয়ম শিথিল করা হবে বলে পূর্বরেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্পেশাল ট্রেনে চড়ার ক্ষেত্রে একাধিক ছাড় ঘোষণা করা হয়েছে। কেবল মাত্র রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে লোকাল ট্রেন পরিষেবা চালু রাখা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এখনও লোকাল ট্রেন পরিষেবা চালু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
লোকাল ট্রেন না চললেও স্পেশাল ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে। তাতে কেবল মাত্র রেলের কর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ওঠার অনুমতি রয়েছে। ব্যাঙ্কের লোকেরাও এখন ট্রেনে উঠতে পারছেন। কিন্তু তাঁদের ট্রেনে ওঠার আগে সচিত্র পরিচয় পত্র দেখাতে হচ্ছে।
লোকাল ট্রেন চালু না হলেও মেট্রো পরিষেবা কিন্তু মোটের উপর স্বাভাবিক করা হয়েছে। বাড়ানো হয়েছে মেট্রো সংখ্যা। স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কেটে উঠছেন যাত্রীরা। তার জন্য তাঁদের আর পরিচয় পত্র দেখাতে হচ্ছে না। সাধারণ যাত্রীরাও মেট্রোতে উঠতে পারছেন।
ব্যুরো রিপোর্ট