Trending
প্রধান মন্ত্রীর অটল পেনশন যোজনায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আগামী অক্টোবর মাস থেকেই চালু হচ্ছে নয়া নিয়ম।সরকারের এই নয়া নিয়মের ফলে ধাক্কা খেতে পারেন একাংশের বিনিয়োগকারীরা।
মাসে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পেনশন পেয়ে থাকেন অটল পেনশন যোজনার অধীনে থাকা বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা কত টাকা পেনশন পাবেন তা নির্ভর করে তাদের বিনোয়গের পরিমাণের উপর।
অর্থ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে যে, ১ অক্টোবর থেকে কোনো করদাতা ব্যাক্তি আর নিজেদের নাম এই যোজনার সাথে যুক্ত করতে পারবে না। এবং এমন কোনো ব্যাক্তি, যে ১ অক্টোবর বা তারপরে এই যোজনায় নাম লেখাবেন, তাঁরা নতুন নিয়ম কার্যকর হওয়ার দিন বা তার আগে করদাতা হিসেবে প্রমাণিত হলে তাঁদের অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। তবে সেই নির্দিষ্ট দিন অবধি জমা করা পেনশন, বিনিয়োগকারীকে ফিরত দিয়ে দেওয়া হবে ।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ