Daily

গত ৯ জানুয়ারি রাজ্য জুড়ে সম্পন্ন হলো সেট পরীক্ষা। করোনার ভরা মরশুমের মধ্যেও যেভাবে সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন করলো কমিশন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে এবার, সেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা নিয়ে বড়ো ঘোষণা করলো কলেজ সার্ভিস কমিশন। আগামী তিন মাসের মধ্যেই প্রকাশিত হবে সেট পরীক্ষার রেজাল্ট। এমনটাই জানানো হয়েছে, কলেজ সার্ভিস কমিশনের তরফে।
প্রসঙ্গত, অন্যান্যবার সাধারণত মোট ৮০ টি কেন্দ্রে সেট পরীক্ষার কেন্দ্র থাকে। তবে এবারের পরিস্থিতি অন্যরকম হওয়ায় পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। এবারে মত ১৮৯ টি কেন্দ্রে পরীক্ষাকেন্দ্র পড়েছে বলে জানা গিয়েছে। এবারে পরীক্ষার্থীদের উপস্থিতিও অন্যান্যবারের তুলনায় বেশ ভালো বলে জানিয়েছে কমিশন। পরীক্ষা দিয়েছেন ৮৬% পরীক্ষার্থী। করোনা পরিস্থিতির মধ্যেও পরীক্ষার্থীদের এই পরিস্থিতি বেশ প্রশংসনীয়। অভিনন্দন জানিয়েছেন রাজ্যের শিক্ষামহল।
ব্যুরো রিপোর্ট