Daily

কিছুটা স্বস্তির আশ্বাস দিলো সেরাম। দেশে চলছে করোনা ঝড়, চলছে টিকার হাহাকার। ঠিক সেই মুহূর্তেই সুখবর নিয়ে হাজির ভারতের সেরাম। জুন মাসের মধ্যেই ৯ থেকে ১০ কোটি ডোজ কোভিশিল্ড টিকা উৎপাদন ও সরবরাহ করতে সক্ষম হবে তারা। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে এই কথা জানায় তারা।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বলেছে, সেরামের কর্মীরা করোনাভাইরাসের বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও যেরকম একাগ্রতার সঙ্গে কাজ করে চলেছে দিনরাত, তাতে ভারতের জন্য সুখবর আনতে যে দেরি হবে না সে কথা বলার যায়। সরকারের সমর্থন ও নির্দেশনায় আগামী মাসেও টিকা উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য সব সম্পদ ব্যবহারের যথাসাধ্য চেষ্টার কথা জানান সংস্থার সদস্য প্রকাশ কুমার।
গত বছরের নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি তিন কোটি ডোজ করোনার টিকা কিনতে বেক্সিমকো ফার্মাকে যুক্ত করে এক ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। এরপর দুই দফায় সেরাম প্রায় ৭০ লাখ ডোজ টিকা পাঠায় বাংলাদেশকর। ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। তাই সরকার টিকা রপ্তানির ওপর সটান নিষেধাজ্ঞা জারি করে দেয়। আগামী সেপ্টেম্বর পর্যন্ত টিকা রপ্তানিতে জারি থাকছে নিষেধাজ্ঞা।
ব্যুরো রিপোর্ট