Market

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা স্পুটনিক-ভি স্থানীয়ভাবে উৎপাদনের প্রাথমিক অনুমতি পেয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। শুক্রবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) সেরামের এই আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দিয়েছে। এর ফলে পুনেতে সেরামের কারখানায় স্পুটনিক-ভি টিকা উৎপাদন করা যাবে।
এ বিষয়ে সেরামের একজন মুখপাত্র সংবাদ মাধ্যাম কে বলেন, ‘রাশিয়ার করোনার টিকা স্পুটনিক-ভি উৎপাদনের জন্য সেরাম প্রাথমিক অনুমতি পেয়েছে। তবে পুরোদমে উৎপাদনে যেতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এর মধ্যে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন— এ দুটি টিকার উৎপাদন তাদের মনোযোগের কেন্দ্রে থাকবে।’
ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষও করোনার টিকা স্পুটনিক-ভি অনুমোদন দিয়েছে। ৬৫টির বেশি দেশ টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। ভারতে গত ১৪ মে হায়দরাবাদে প্রথম স্পুটনিক-ভি ব্যবহার শুরু হয়েছে। ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ ভারতে এ টিকার বাজারজাত করছে। বর্তমানে ভারতের বাজারে আমদানি করা স্পুটনিক-ভি টিকার প্রতি ডোজের দাম ৯৯৫ দশমিক ৪০ টাকা। এখন ভারতে এক ডোজের স্পুটনিক-ভি লাইট টিকার ব্যবহার শুরু করতে চায় ড. রেড্ডিজ।
এর আগে থেকে প্রতিষ্ঠানটি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এবং স্থানীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিন উৎপাদন করছে। দুই ডোজের স্পুটনিক-ভি করোনার বিরুদ্ধে ৯১ দশমিক ৬ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম বলে গবেষণায় জানানো হয়েছে।
ব্যুরো রিপোর্ট