Daily

মিশ্র সংকট দিচ্ছে বিশ্ব বাজার। সপ্তাহের শুরুতে দেশীয় শেয়ার বাজার সবুজ সংকট দিলেও লাল সংকেতের মুখে দাঁড়িয়ে হংকং, হ্যাংসাং, নিক্কেই, কোসপি, তাইওয়ান, সাংঘাই। এদিকে দেশীয় শেয়ার বাজারে ব্যাপক উত্থান সেনসেক্সের। দিনের শুরুতেই ঝড়ো হাওয়া শেয়ার বাজারে।
বিএসই সেনসেক্সের সূচক আজ ৫৫.৫৩ পয়েন্ট বেড়ে ৫৮,৭১৯.৮৬ পয়েন্টে পৌঁছয়। অন্যদিকে এনএসইতে ২২.৭৫ পয়েন্ট বেড়ে ১৭,৫২৬.১০ পয়েন্ট হয়েছে। একইসঙ্গে সিঙ্গাপুরের এক্সচেঞ্জ ও এসজিএক্স নিফটি আজ ০.৩৭ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। এছাড়াও দেশীয় বাজারে ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এশিয়ান পেন্টস ও নেসলে সহ ৯টি সংস্থার স্টক পড়লেও, এনটিপিসি, পাওয়ারগ্রিড, টিসিএস, এসবিআই ও অ্যাক্সিস ব্যঙ্ক, বাজাজ অটো, আইটিসি সহ আরও ২১ টি সংস্থার পারফরম্যান্স বেশ ভালো।
দালাল স্ট্রিটের টপ ৩০ টি শেয়ারের মধ্যে ২১ টি শেয়ার গ্রিন সিগন্যাল আর ৯ টি শেয়ার রেড সিগন্যাল দিচ্ছে। এদিন সবচেয়ে বেশি সূচক পতন দেখেছে রিলায়েন্স। সবচেয়ে বেশি সেনসেক্সের উত্থান হয়েছে এয়ারটেলের। এয়ারটেলের স্টক বেড়েছে ১.৭৬%।
ব্যুরো রিপোর্ট