Market

অতিমারিকে থোড়াই কেয়ার! ছুটছে সেনসেক্স। ওমিক্রণের একটা মৃদু প্রভাব দালাল স্ট্রীটে থাকলেও ক্ষত সারিয়ে উঠে চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার। আর সেই ছবিটাই ধরা পড়লো সূচকের লম্বা লাফে। বাজার বিশেষজ্ঞদের প্রত্যাশিত উচ্চতা ছাড়িয়েও প্রায় ২৯৬৯ পয়েন্ট লাফ দিয়ে সূচক পৌঁছেছে ৬১,২২৩ অঙ্কে। তবে চাঙ্গা শেয়ার বাজারের ছবিটা দেখেও উদ্বেগের ছায়াই স্পষ্ট দালাল স্ট্রীটে। কিন্তু কেনো?
বিশেষজ্ঞদের মতে, মাথাচাড়া দিচ্ছে মূল্যবৃদ্ধি। বাড়ছে সুদ বৃদ্ধির আশঙ্কা। এদিকে আমেরিকা যদি সুদের পরিমাণ বাড়িয়ে কোভিড ত্রাণ তহবিলে রাশ টানে সেক্ষেত্রে ভারতের আর্থিক ভাঁড়ারে টান পড়বে। ফলে তৈরি হতে পারে আর্থিক সংকট। এদিকে কাঁচামালের দাম বাড়ায় যেভাবে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে তাতে বহু সংস্থার পারফরম্যান্স নিয়ে সংশয় তৈরি হয়েছে।
পাইকারি মূল্যবৃদ্ধি কমলেও, খাদ্যপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধি এখন বাজারে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিসেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার আগের চেয়ে বেড়ে হয়েছে ৫.৫৯%। নভেম্বরে শিল্প বৃদ্ধিও মাত্র ১.৪%। ওদিকে ১৯৮২ সালের পর এই প্রথম রেকর্ড মূল্যবৃদ্ধি দেখছে আমেরিকাও। চিন্তা বাড়াচ্ছে বন্ড ইল্ডের বৃদ্ধিও। ১০ বছর মেয়াদী সরকারি বণ্ডে ইল্ড ছুঁয়েছে ৬.৫৮%। কিন্তু অর্থনীতি যদি সত্যিই ঘুরে দাঁড়ানোর কথা ওঠে, তাহলে পরিস্থিতিটা এমন হওয়ার কথা হয়।
সব মিলিয়ে এখন সূচকের এই দুরন্ত গতি দেখেও থিতু হতে পারছেন না বাজার বিশেষজ্ঞ থেকে লগ্নিকারদের কেউই।
ব্যুরো রিপোর্ট