Market
অব্যাহত সেনসেক্সের দৌড়। একের পর এক রেকর্ড ভেঙে সেনসেক্স পৌঁছে গিয়েছে ৫৯ হাজারে। মনে করা হচ্ছে, ৬০ হাজারের ঘরে পৌঁছনো এখন শুধু সময়ের অপেক্ষা।
বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নয়া উচ্চতায় উঠেছে। ৩০টি সংস্থার শেয়ার নজিরবিহীন হারে বেড়েছে। তার মধ্যে রয়েছে রিলায়েন্স, আইটিসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার। এছাড়াও অব্যাহত রয়েছে বিদেশি লগ্নি। যার সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে।
শেয়ার বাজারের এই নয়া দৌড় বাজার চাঙ্গা রেখেছে। বিশেষজ্ঞদের মধ্যে তৈরি করেছে ব্যপক আস্থা। ফলে সবমিলিয়ে শেয়ার বাজারের সূচক ঝড়ের গতিতে ঊর্ধ্বমুখী। অগাস্টের শেষের দিকে সেনসেক্স ছিল ৫৬ হাজারের ঘরে। সেপ্টেম্বরের শুরুতে সেটাই পৌঁছে যায় ৫৮ হাজারে। আর এর মধ্যেই ৫৯ হাজারের গন্ডি পেরিয়ে গেল শেয়ারবাজারের সূচক। এই গতিতে ৬০ হাজারের মাইলফলক পেরোতে খুব একটা সময় হয়ত লাগবে না বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকরা।
যদিও একটাই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে সংশ্লিষ্ট মহলে। যেখানে বলা হচ্ছে, শেয়ার বাজারের এই ঝোড়ো ব্যাটিং দেখে পরিষ্কার যে বাজার অর্থনীতির পালে জোর হাওয়া লেগেছে। এখন দেখার, কতদিন নিজের দৌড় ধরে রাখতে পারে দেশের শেয়ারবাজার।
ব্যুরো রিপোর্ট