Market

অতিমারি আবহেও সেনসেক্স দৌড়চ্ছে ঝড়ের গতিতে। এমনকি জিডিপি তলিয়ে যাবার খবরেও তেমন একটা মাথা নত করল না শেয়ার বাজার। গত পরশু দিন শেয়ারের সূচকের পাশাপাশি নিফটিও একধাক্কায় ১১৪.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫,৬৯০.৩৫ অঙ্কে। এমনকি বিএসই তেও সব সংস্থার মোট শেয়ার মূল্য সেদিন দাঁড়িয়েছিল ২,২৬,৫১,৪৩৯.৬৮ কোটি টাকায়।
তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, গত এক-দেড় সপ্তাহে সংক্রমণ কমে যাওয়ায় শেয়ার বাজারের এমন উত্থান। মুখ্য আর্থিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যন জানিয়েছেন, অর্থনীতি জুলাই থেকে ক্রমশ ঘুরে দাঁড়াবে। তাইলগ্নিকারীরা আস্থা রেখেছে। যা সূচককে ক্রমশই রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে।
তবে অর্থনীতির উত্থান নিয়ে এতটাও আশা করার কোন মানে নেই। কারণ এই ঊর্ধ্বমুখী সূচক গত বছরের তলানির ওপর দাঁড়িয়ে। তাই, বাজারের এতটা উত্থান কতটা রাখা হবে বলা মুশকিল।
ব্যুরো রিপোর্ট