Market
সেনসেক্সের দুর্দান্ত লাফ। ৮৭২.৭৩ পয়েন্টে মঙ্গলবার পৌঁছে গিয়েছে সেনসেক্স। যা কার্যত নজির তৈরি করেছে। ৫৪ হাজারের দিকে সূচক এগোতে থাকার কারণে আশার আলো দেখছেন অর্থনীতিবিদরা। উল্লেখ্য, নিফটিও ছাড়িয়ে গিয়েছে ১৬ হাজারের গণ্ডি। অতিমারির মধ্যে বাজার যে রীতিমত চাঙ্গা হচ্ছে তা আবারও জানান দিচ্ছে শেয়ার বাজার।
জিএসটি বাবদ কেন্দ্রীয় কোষাগারে ঢুকেছে বড় অঙ্ক। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রপ্তানি। অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা হচ্ছে ইস্পাত, সিমেন্ট শিল্প। রয়েছে দেশের আটটি পরিকাঠামো শিল্পের উৎপাদন বৃদ্ধি। আর তার জেরেই কার্যত রেকর্ড তৈরি করল বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তার সঙ্গে বলা হচ্ছে, যেহেতু বেশ কিছু স্টার্ট আপ সংস্থা শেয়ার ছাড়ার পরে ভালো মুনাফা লাভ করেছে তাই বিদেশি বিনিয়োগ আসার পথও অনেকটা পরিষ্কার হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে অর্থনীতিবিদদের একাংশ আবার সামান্য হলেও অস্থিরতা দেখতে পাচ্ছেন। তাঁদের বক্তব্য, সূচক যে উচ্চতায় উঠেছে সেখান থেকে এক ধাক্কায় নিচে পড়ে যাবার সম্ভাবনা রয়েছে যথেষ্ট কম। তবে শেয়ার বাজারে ওঠা-পড়া চলবেই।
ব্যুরো রিপোর্ট