Market
অব্যাহত সেনসেক্সের দৌড়। সাতান্ন পেরিয়ে এবার আটান্নয় পা দিতে চলেছে সেনসেক্সের সূচক। শুক্রবার দুপুর গড়াতেই সেনসেক্স উঠতে থাকে বিদ্যুৎগতিতে। পাল্লা দিয়ে যেমন বেড়েছে নিফটি, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে বিএসই।
রিলায়েন্স, টাইটান, এশিয়ান পেইন্টস, হিন্দুস্তান ইউনিলিভারের মত একাধিক কোম্পানির শেয়ার চড়তে থাকে বেনজির। এছাড়াও বাড়তে থাকে ওষুধ কোম্পানি, ধাতব ক্ষেত্র এবং আইটি কোম্পানির শেয়ারের দর।
যেভাবে সেনসেক্স ওপরে উঠছে তাতে এই দৌড়ের ধারাবাহিকতা বজায় থাকলে ৬০-এর ঘরে পৌঁছতে খুব একটা বেশি সময় নেবেনা শেয়ার বাজার। যা কার্যত রেকর্ড তৈরি করবে।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এই সূচকবৃদ্ধিই বলে দিচ্ছে ভারতের বাজারে বিনিয়োগের এটাই শ্রেষ্ঠ সময়। করোনার ধাক্কা কাটিয়ে যেভাবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দেখিয়েছে তা বিনিয়োগকারীদের মনেও বড় আশার আলো জুগিয়েছে। ফলে গোটা বিশ্ব ভারতীয় বাজারে বিনিয়োগ করার উৎসাহ দেখাচ্ছে। তার জেরেই রেকর্ড বৃদ্ধি হচ্ছে শেয়ারের।
ব্যুরো রিপোর্ট