Prime
Daily
গত ৩ মাসে সবচেয়ে বড় পতন দেখলো সেনসেক্স
By sanchitabpn21 | July 20, 2021
Daily
গত ৩ মাসে ভারতীয় স্টক মার্কেটে সবচেয়ে বড় পতন দেখলো সেনসেক্স। বড়োসড়ো ধাক্কা খেলো দালাল স্ট্রিট। করোনা পরিস্থিতির মাঝেও বিনিয়োগকারীদের আশার আলো আলো দেখিয়ে ৫৩ হাজারের গন্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিলো শেয়ারবাজার।
রিপোর্ট বলছে, সেনসেক্সের সূচক প্রায় ৬০০ পয়েন্ট কমে হয়ে দাঁড়িয়েছে ৫২,৫৫৩ পয়েন্টে এবং ১% কমে নিফটি থিত হয়েছে ১৫, ৭৫২ তে। গত শুক্রবার ইউএস ডলারের ভিত্তিতে ভারতীয় মুদ্রার দাম ৩০ পয়সা বেড়ে হলো ৭৪.৭২ টাকা। সেনসেক্সের ধাক্কায় সবচেয়ে বেশি লোকসান দেখেছে এইচডিএফসি ব্যাংক। এরপরেই রয়েছে ইন্দাসইন্ড ব্যাংক, এক্সিস ব্যাংক, এইচডিএফসি মারুতি এন্ড বাজাজ ফিন্যান্স।
ইউরোপিয়ান মার্কেটেও একই ছবি ধরা পড়লো। তবে বিগত কয়েকদিনে সেনসেক্স যেভাবে বাড়ছিল, তাতে এই ক্ষতি শীঘ্রই সেরে উঠবে বলে মনে করছে বিনিয়োগকারীরা।
ব্যুরো রিপোর্ট