Market
বাজার খুলতেই সেনসেক্সের পতন দেখল দালাল স্ট্রিট। সেনসেক্স নামল ২৫৬.৪০ পয়েন্ট। নিফটির পতন হল ৮৬.৬০ পয়েন্ট। সকাল সাড়ে নটায় বাজার খুলতেই বোম্বে স্টক এক্সচেঞ্জ ২৫৬.৪০ পয়েন্ট নেমে দাঁড়ায় ৬১,০৮১ পয়েন্ট। কয়েকদিন আগেই সেনসেক্সের ঝোড়ো উত্থান কার্যত লগ্নিকারীদের মুখের হাসি চওড়া করেছিল। সেই সময় বাজার বিশেষজ্ঞরা বলেছিলেন, সূচকের এই উত্থান বাজার থিতু হবার দিকে খুব একটা ইঙ্গিত করেনা। সেই সময় সেনসেক্সের পতনে স্বস্তি খুঁজে পেয়েছিলেন বাজার বিশেষজ্ঞরা। এরপর বাজার আরেকটু থিতু হলেও আবারো পতন দেখল দালাল স্ট্রিট। তবে এই পতনে এখনই তেমন কোন ভয়ের কিছু নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই লগ্নিকারীদের অযথা চিন্তার কোন আপাতত কারণ নেই। প্রয়োজনে দীর্ঘমেয়াদি লগ্নি করাও যেতে পারে।
ব্যুরো রিপোর্ট