Daily
শেয়ারবাজারে নিফটি কিংবা সেনসেক্স ঝোড়ো গতিতে ব্যাটিং করলেও মুদ্রার অন্য পিঠে জমছে সিঁদুরে মেঘ। অর্থনীতির পণ্ডিতদের একাংশ, একে অবশ্য ভারতীয় অর্থনীতির প্যারাডক্স বলেই চিহ্নিত করতে চান।
অর্থনীতির সাধারণ নিয়মে, খুচরো কিংবা পাইকারি বাজারে পণ্যের সূচকের দাম কমে গেলে সুদের হার কম করা হয়। কিন্তু উল্টোটা হলে অনেক সময় এটা করা হয় না। এক্ষেত্রে অর্থনীতির পণ্ডিতরা তেলের মূল্যবৃদ্ধির কথা উদাহরণস্বরূপ তুলে ধরেছেন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও খুচরা বাজারে তেলের দাম কমে না। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেশি থাকলে খুচরো বাজারে তেলের দাম সঙ্গে সঙ্গেই বেড়ে যায়।
চলতি বছরের ২ আগস্ট থেকে সেপ্টেম্বরে ৩ তারিখ পর্যন্ত শেয়ার বাজারে সেনসেক্স ও নিফটি দুটোই ভেঙ্গে দিয়েছে সর্বকালের রেকর্ডকে। এই রেকর্ডে ভর দিয়ে বেড়ে চলেছে বিনিয়োগকারীদের বিনিয়োগের মাত্রা।
শেয়ারবাজারের রকেট উত্থানের মধ্যেই সিঁদুরে মেঘ জমছে দেশের সিংহভাগ নাগরিকদের ঘরে। যাদের উপার্জনের ভিত্তিটা দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন প্রকল্প গচ্ছিত আমানতের সুদের উপর। সুদের বাজারে চলছে চরম মন্দা।
সরকারি নটি স্বল্প সঞ্চয় প্রকল্পে প্রবীণ নাগরিকদের জন্য নির্ধারিত সুদের হার গড়ে সাড়ে ছয় শতাংশের আশেপাশে। বাজারে খুচরো কিংবা পাইকারি পণ্যের সূচকের মূল্যবৃদ্ধি হলেও প্রবীণ নাগরিকদের সুদের হার কিন্তু এখনো বৃদ্ধি পায়নি।
দেড় বছর ধরে করোনাকে পাশবালিশ করে নিয়েই চলছে ভারতীয় অর্থনীতি। মরার উপর খাঁড়ার ঘায়ের মত গত দেড় বছরে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর দরুন রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক বেসরকারি ব্যাঙ্কগুলি স্বল্প সঞ্চয় প্রকল্প গুলিতে ব্যাপক পরিমাণে সুদের হার কমিয়ে দেয়। অসুবিধায় পড়েন দেশের বেশিরভাগ প্রবীণ নাগরিকরা।
দেশের প্রবীণ নাগরিকদের বড় বড় অংশের জীবনযাপন নির্ভর করে স্বল্প সঞ্চয় ভিত্তিক প্রকল্পের সুদের উপর। শেয়ারবাজারের উল্কা গতির সঙ্গে খুব কমই সম্পর্কিত প্রবীনদের বিনিয়োগ তথা এদের আয়পত্তর। স্বাভাবিকভাবেই অর্থনীতির পণ্ডিতদের একাংশ, এখনই দাবি তুলেছেন, মূল্যবৃদ্ধির সূচকে যে পরিমাণ গতি দেখা যাচ্ছে তাতে অবিলম্বে সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার কেন্দ্রকে বাড়াতে হবে। তবেই বাজার চাঙ্গা হবে। চাঙ্গা হবে আর্থিক লেনদেনও।
এখন কেন্দ্রীয় সরকার অর্থনীতির পণ্ডিতদের এই পরামর্শ আদৌ শুনবেন কিনা আর শুনলে বা তার কতটা অংশ বাস্তবায়িত করবেন সেটাই এখন দেখার।
ব্যুরো রিপোর্ট
বিজনেস প্রাইম নিউজ