Trending

সেমিকন্ডাক্টরের ঘাটতি ভারতের বাজারে ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই কেন্দ্রীয় সরকার ভারতকেই সেমিকন্ডাকটর তৈরিতে আত্মনির্ভর করতে চাইছে। যে কারণে বৈদ্যুতিন এবং তথ্য মন্ত্রণালয় সূচনা করল চিপস টু স্টার্টআপ বা সিটুএস প্রকল্পের। এই প্রকল্পের সঙ্গে জড়িত থাকার জন্য ইতিমধ্যেই আইআইটি, আইআইআইটি এবং এনআইটি সহ দেশ জুড়ে বিভিন্ন গবেষণা সংস্থা, ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান সহ স্টার্টআপ সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কেন্দ্র। এমনকি এই প্রকল্পের অধীনে থাকার জন্য প্রায় ৮৫ হাজার ইঞ্জিনিয়ারকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও কেন্দ্র মারফৎ খবর।
সূত্রের খবর, সেমিকন্ডাকটর তৈরিতে ভারত যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রে আখেরে অনেক বেশি লাভবান হবে স্টার্ট আপ সংস্থাগুলি। তারা নিজেদের মতন করে আগামীতে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। এমনকি সেমিকন্ডাক্টরের অভাব যদি পূরণ করা যায় তাহলে সিস্টেম ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেও ভারতের ভূমিকা থাকবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। গোটা বিশ্বে ভারত সেমিকন্ডাকটর তৈরিতে প্রথম সারিতে চলে আসবে। একইসঙ্গে বিপুল কর্মসংস্থান তৈরি হবে বলেও সুত্রের খবর।
ব্যুরো রিপোর্ট